নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আজ দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাত জন আহত হয়েছে। বুধবার ১১(নভেম্বর) দুপুরে নলডাঙ্গা পৌরসভা মোড়ে আত্রাই থেকে তিন জন যাত্রী নিয়ে মাছ বোঝায় সিএনজি নলডাঙ্গা ব্রীজ থেকে নামার সময় গতি সামলাতে না পেরে উল্টে যায়। এসময় নলডাঙ্গা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কালাম ও দুইজন যাত্রী সহ আহত হন।
আহত একজন যাত্রীর অবস্থা গুরুতর। সিএনজিটি আত্রাই থেকে মাছ নিয়ে ঈশ্বরদী যাচ্ছিল। এদিকে নলডাঙ্গার বুড়িরভাগে ও গতি নিয়ন্ত্রণহীনতার কারণে একটি অটো উল্টে যায় চারজন যাত্রী নিয়ে। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির রডের সঙ্গে অটো চালকের মাথায় লাগলে মারাত্মক জখম হয়।
CBALO/আপন ইসলাম