ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষকী খুবই আনন্দঘন পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহন করেন প্রধান অতিথি নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাছান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
র্যালী শেষে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিটি ইউনিয়নের যুবলীগের সভাপতি-সেক্রেটারী সহ বিপুল সংখ্যক যুবলীগের নেতৃবৃন্দ যোগদান করেন।
CBALO/আপন ইসলাম