বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ওপেন হাউজ ডে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৫:২৪ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
এয়ারপোর্ট থানার নতুন ভবনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে। সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তা নির্মুল করতে চাই।

 

পুলিশ নির্ভেজাল সেবা দিতে কাজ করছে, তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সমস্যা সমুহ চিহ্নিত করে সমাজ থেকে অপরাধ প্রবনতা দুর করে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, ওপেন হাউজ ডে হচ্ছে জনগনের জন্য আশীর্বাদ স্বরুপ।

 

বর্তমানে পুলিশের সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিটপুলিশিং ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মুলে সকলকে সোচ্চার হওয়ার জন্য তিনি আহবান জানান। এয়ারপোর্ট থানার ওসি এস.এম জাহিদ বিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, এসি নাসরিন জাহান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টিআই বিদ্যুৎ চন্দ্র দে, এয়ারপোর্ট থানার ওসি তদন্ত শাহ মোঃ ফয়সাল, ওসি (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর