শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

নীলফামারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৯:৩৯ পূর্বাহ্ণ
নীলফামারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিমেল চন্দ্র রায়,নীলফামারি প্রতিনিধিঃ
জেলার সদর উপজেলার রামগঞ্জ বাজারের পার্শ্বে টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির এর বাড়ীর একটি কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নীলফামারী থানাপুলিশ। নিহত যুবক হলেন, টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে বিপ্লব(১৭)।
স্থানীয়রা জানান, আজ সোমবার বিকেলে রামগঞ্জ বাজারের ব্যবসায়ী নিতাই বাবু’র একটি ছাগল চুরি করে সেটি ওই বাজারেই বিক্রি করতে এসে ছাগলসহ ব্যবসায়ী নিতাই বাবুর হাতে ধৃত হয় বিপ্লব। এরপর ধৃত ব্যক্তিকে টুপামারী ইউনিয়নের গ্রাম পুলিশ নরেশ এর হাতে সোপর্দ করে ওই ব্যবসায়ী। গ্রাম পুলিশ নরেশ ধৃত যুবক বিপ্লবকে রামগঞ্জ বাজারস্থ টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছিরত আলী শাহ ফকির এর বাড়ীর একটি কক্ষে আটকিয়ে তালাবদ্ধ করে রাখে। কক্ষে তালাবদ্ধ অবস্থায় ভিতর দিকে ছিটকিনি লাগিয়ে লোক চক্ষুর আড়ালে স্বীয় পরিধীয় শার্ট দ্বারা সিলিং ফ্যান এর সাথে গলায় প্যাচিয়ে আত্মহত্যা করে যুবকটি। মুহুর্তেই মধ্যে বিষয়টি জানাজানি হলে ওই বাড়ীতে ভিতর করে উৎসুক জনতা। খবর পেয়ে অতিরিক্ত ‍পুলিশ সুপার (প্রশাসন) এবিএম আতিকুর রহমান ও নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবীসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় বিপ্লবের মরদেহ উদ্ধার করে থানায় প্রেরণ করে।
নীলফামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, “খবর পেয়ে উর্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নীলফামারী থানায় একটি অপমৃত্যু (ইউ,ডি) কেস দায়ের করা হয়েছ”।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর