মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে খেলা করার সময় অর্পণ মল্লিক (৭) বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার রামসরা গ্রামে এ ঘটনা ঘটে। অর্পণ মল্লিক ওই গ্রামের বিপ্লব মল্লিকের শিশুপুত্র। সোমবার দুপুরে শিশুটি খেলা করার সময় বাড়ির পাশের একটি বাঁশের সাঁকো পার হতে গেলে হঠাৎ সে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সম্পর্কে সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস জানান, রামসরা গ্রামের বিপ্লব মল্লিকের একমাত্র ছেলেটি খেলার ফাঁকে বাড়ির পাশে থাকা বাঁশের সাঁকোতে উঠলে সে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
CBALO/আপন ইসলাম