সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

ই-পেপার

নতুন স্বল্পদৈর্ঘ্যে পরকীয়ায় আসক্ত শ্রীলেখা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৮:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:শ্রীলেখা মিত্র বাংলার অভিনয় জগতে এক উজ্জ্বল নক্ষত্র । তার সাথে সাথে বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হওয়া জি বাংলা মিরাক্কেল এর বিচারক হিসেবে তাকে দেখা যেত। তবে সম্প্রতি এ বছরের মীরাক্কেলে তাকে বিচারক হিসেবে দেখা যাচ্ছে না । তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে কিছুদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি তুলে ধরেন তার জীবনের বেশ কিছু মুহূর্ত।

শ্রীলেখা মিত্রের সঙ্গে গায়ক শিলাজিতের সম্পর্কটা সবসময়ই আলোচনার। দীর্ঘদিন পর তারা স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা দিলেন পর্দায়। ‘১২ সেকেন্ড’- এর ঝড়ে শিলাজিতের জীবনে শ্রীলেখা এলেন দুঃস্বপ্নের বেদনা হয়ে। সম্প্রতি আলোচনায় এসেছে এই স্বল্পদৈর্ঘ্য ছবিটি।

এখানে শিলাজিতের স্ত্রী সৃজিতা চরিত্রে পরকীয়ায় আসক্ত শ্রীলেখা। তাদের ছেলে কোকেনের নেশায় বুঁদ। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়েছে! একসঙ্গে এতগুলো ঘটনা তছনছ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু শিলাজিৎ সামলে নিতে পেরেছেন। কারণ, পুরোটাই ঘটেছে স্বপ্নে! সেই ১২ সেকেন্ড ১২ মিনিটে ধরে মানুষের জীবনের ভাল-মন্দকে ছোট্ট করে বলার চেষ্টা করেছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়।

লকডাউন কি মানুষের সাদা-কাল দিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে? তাই এই ছবি? অংশুমানের দাবি, ‘শুধু সাদা-কালো নয়, মানুষের ‘ভিতরের আমি’ ‘বাইরের আমি’ও ধরা দিয়েছে গত ৮ মাসে। তাকে ধরে রাখার লোভ সামলাতে পারিনি। তাই মনের গভীরে লুকিয়ে থাকা ‘গোপন আমি’র হদিশ দিতেই বানালাম শর্ট ফিল্ম ‘১২ সেকেন্ড’।

অংশুমানের ছবির মূল চরিত্র দেবাঞ্জন। শিলাজিৎ যাকে জীবন্ত করেছেন। পরিচালকের মতে, দেবাঞ্জনের পাগলামো ধরতে পারতেন দু’জন অভিনেতা, শিলাজিৎ আর ঋত্বিক চক্রবর্তী। শিলাজিৎ অংশুমানের কমফোর্ট জোন। তাই তিনিই মুখ্য ভূমিকায়। শ্রীলেখা মিত্র তার স্বপ্নসঙ্গিনী। সেজন্য তাকেই বেছে নিয়েছেন।

শ্রীলেখা এই কাজটি নিয়ে খুশি। বললেন, ‘এই কাজটি করার একাধিক কারণ আছে। নতুনদের সঙ্গে কাজের উত্তেজনা। শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। ভাল গল্প। তারা তথাকথিত চেনাজানাদের থেকে অনেক বেশি যেন নিরাপদ।’ ছবিতে দেখা যাবে নতুন দুই মুখ অরূপ, এনাক্ষীকে। পরিচালকের ভাষায় তারা লম্বা রেসের ঘোড়া। গান করেছেন রুদ্র সরকার।

শ্রীলেখা মিত্র তুলে ধরেন যে অভিনয় জগতে এসে একজন অভিনেতা অভিনেত্রীর জীবন অতটাও সহজ হয়ে ওঠে না যতটা বাকি সবাই ভাবে । তাদের কেউ নানান বাধ্যবাধকতায় থাকতে হয় । নিজের খেয়াল-খুশি মতন সব কিছু করা যায় না । তবে আগামী কি ছবি আসতে চলেছে তা এখনো পর্যন্ত জানা যায় নি হয়তো জানা যাবে খুব শিগগিরই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর