মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করেছেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের জামাতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মনির হোসেন।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আলহাজ্ব মনির হোসেনের পাঠানো ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।
আলহাজ্ব মনির হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মানিক হোসেন। জানাগেছে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে ৩ বান্ডিল করে মোট ৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম