শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারী থানা পুলিশের কৃতিত্ব ,হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার অব্যাহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৬:৩৯ অপরাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ এপর্যন্ত হারিয়ে যাওয়া পাঁচটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়ে কৃতিত্ব অর্জন করেছেন। মোবাইল ফোন উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর বিস্তারিত বর্ণনা উল্লেখ করে থানায় জিডি করলে আভ্যন্তরিন কিছু কৌশল অবলম্বন করে উদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা ও পরামর্শ মোতাবেক এপর্যন্ত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দেয়া সম্ভব হয়েছে। আরো কয়েকটি উদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে। উদ্ধারের প্রক্রিয়াধীন মোবাইল ফোনগুলিও শীঘ্রই উদ্ধার হবে মর্মে তিনি আশাব্যক্ত করেন।

 

৫নং মোবাইল ফোনটি ঠাকুরগাঁও জেলাধীন রুহিয়া থানার ঘনি মহেশপুর গ্রামের মোঃ আবু শাহীনের পুত্র মোঃ আবু সালেহ (অংকন) এর। অংকন বলেন, গত ৩ আগস্ট ব্যক্তিগত কাজে আটোয়ারীতে এসে আমার ব্যবহৃত এ্যান্ড্রয়েড মেবাইল ফোনটি হারিয়ে যায়। এব্যাপারে ৪ আগস্ট আটোয়ারী থানায় জিডি করি। জিডি নং-১৩৪। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, আটোয়ারী থানা পুলিশের কৌশলী প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পঞ্চগড় সদর এলাকা হতে উদ্ধার করে আজ সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোনটি ফেরত দেয়া হলো। ফোনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন , ওসি(তদন্ত) দুলাল উদ্দীন, বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রনজু আহমেদ, এসআই মোস্তাফিজুর রহমান ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর