দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় গৃহ নির্মান কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।০৯ নভেম্বর (সোমবার) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ভুমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মান কার্যক্রমের উদ্ভোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত কুমার রায়, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক মেহেদী আহসান উল্লাহ, ঢোলারহাট ইউনিয়ন ভুমি অফিস সহকারী কর্মকর্তা মোঃ গোলাম রহমান, ইউপি সদস্য ঈমান আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ভুমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মান করে দিচ্ছে সরকার। প্রথম পর্যায় ঠাকুরগাঁও জেলায় মোট ৬৪৯ টি ঘর বরাদ্দ পেয়েছি। সদর উপজেলায় প্রথম পর্যায় ৩০৩ টি ঘরের মধ্যে ঢোলারহাট ইউনিয়নে বরাদ্দ ১১২ টি ঘর বরাদ্দ দেয়া হয় । প্রতিটি ঘর নির্মান বাবদ ১ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায় আজ ৩০টি ঘর নির্মান কাজ শুরু হয়েছে।
CBALO/আপন ইসলাম