শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

ধান চাষ লাভজনক করতে বরিশালে খামার যন্ত্রপাতি চালকদের ব্যবহারিক প্রশিক্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
দিন দিন আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে, সেইসাথে কৃষি শ্রমিকের সংখ্যাও হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে কৃষিতে শ্রমিকের মজুরি বাড়ার সাথে সাথে ধানের উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে।

তাই ধানের উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রীকিকরণ করে শ্রমিক সাশ্রয়ী করার বিকল্প নেই। সেলক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের জন্য খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৮০ খামার যন্ত্র যেমন টিলার, ট্রাক্টর, রিপার চালক ও মেকানিককে দুই দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

সোমবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় বরিশালে ৮০ জন ফার্ম মেশিনারী চালক ও মেকানিকদের প্রশিক্ষণের উদ্বোধণ করেন ব্রির মহাপরিচালক ড. মোঃ মাহজাহান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রি বরিশালের প্রধান ড. মোঃ আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মনিরুজ্জামান কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, হাসিবুর রহমান হিরা, ঐশিক দেবনাথ প্রমুখ। প্রশিক্ষণে বৃহত্তর বরিশাল অঞ্চলের ৮০জন খামার যন্ত্রপাতি চালক অংশগ্রহণ করেন। যাদের হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর