মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় কদমডঙ্গা গ্রামের জহির প্রামানিকের বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে গরু, ছাগল, হাঁস পুড়ে ভূষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত দেড়টার দিকে কদমডাঙ্গা গ্রামে।
ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন রাতে গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে মুহুতের মধ্যে ধরে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরে থাকা একটি গরু, একটি ছাগল, ২২টি হাঁস সহ প্রায়োজণীয় জিনিসিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
CBALO/আপন ইসলাম