নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারায় আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় বর্ধিত সভা তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাহেরপুর পৌর আওয়ামী লীগের বর্ধিতসভার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্ব এবং তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল,ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌর যুবলীগ এর সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ,পৌর যুবলীগএর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা, বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কাউসার আলী, আমজাদ হোসেন,সহ দপ্তর সম্পাদক জাহিদুল আকরাম।তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি তুহিন মৃধা, সাধারন সম্পাদক মোঃ কোরবান খাঁ, এ সময় তাহেরপুর পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম