বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ই-পেপার

শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে ছৈয়দ নুর হেলালীকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১০:৫৪ অপরাহ্ণ

জিয়াউল হক জিয়া,চট্টগ্রাম ব্যুরো প্রধান:

ভারুয়াখালী ,দক্ষিণপাড়া স্পন্দন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়াতে টিম ম্যানেজার সৈয়দনুর হেলালীকে শেখ রাসেল স্মৃতি সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। গোল্ড কাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম টিম ম্যানেজারের গ্রামের বাড়ি ভারুয়াখালীতে আনন্দের বন্যা বইছে। বৃহস্পতিবার ভারুয়াখালীর বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করা হয়েছে। উল্লসিত সমর্থকরা হেলালের বাড়িতে গিয়ে তার আত্মীয়-স্বজনদের মিষ্টিমুখ করান। এ সময় টিম ম্যানেজার হেলালীর সমর্থকরা বলেন, তার কৃতিত্বের জন্য ভারুয়াখালী ইউনিয়ন আজ মানুষ বিজয়ানন্দে ভাসছে। স্পন্দন ক্লাবের ফুটবল জীবনের স্বপ্ন পূরণ হওয়াতে সৈয়দ নূর হেলালীকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তার জন্য দোয়া কামনা করেছে।

 

আর হেলালী অনেক দূর এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা তার এলাকার ফুটবলপ্রেমী জনগণের।সে আজ ভারুয়াখালী বাসিকে অকল্পনীয় স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন বিদায়,তিন দিন ধরে এলাকায় বিভিন্ন মাইকিং ও ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস করছে। বিগত ৫ ই নভেম্বর উল্টাখালী- নন্দাখালী উন্নয়ন ক্রীড়া সংস্থা হতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ ইং দক্ষিণপাড়া”স্পন্দন ফুটবল একাদশ” ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে খেলা প্রিয় ভাইদের নিয়ে একত্রিত করে দর্শকদের মন মাতানো সুন্দর খেলা উপহার দেয়াতে,ধন্য হইয়া ভারুয়াখালীর শেখ রাসেল স্মৃতি ছৈয়দনূর হেলালীকে দুরন্তপনা স্মৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রুহুল আমিন হেলালী ও সাকিবুল হাসান এরশাদ। বিশিষ্ট ব্যবসায়ী হেলালী উৎসাহ মধ্য মুগ্ধ হয়েছে ভারুয়াখালীর দর্শকবৃন্দ।

 

জনাযায় তাহার শারীরিক-মানসিক, আর্থিক ও সার্বিক প্রচেষ্টায় দলকে এগিয়ে নিয়েছিল । দক্ষিণ পাড়ার ফুটবল দলকে চ্যাম্পিয়ান কাপ তুলে দিয়ে অনেক বছরের স্বপ্ন পূরণ ও শুনাম অর্জন করেদিয়েছে সে। তার বিষয়ে এলাকাবাসী কাছে জানতে চাইলে এরশাদ জানায় সৈয়দ নূর হেলালী একজন খেলা প্রেমী যুবক বর্তমানে ভারুয়াখালীতে যতসব খেলোয়াড় রয়েছে তাদের সাথে যেকোনো ভাবে সহযোগিতায় জড়িত থাকে এবং খেলোয়ারদের প্রয়োজনীয় জিনিসপত্র ও আর্থিক ভাবে সহযোগিতা দিয়ে উৎসাহ প্রদান করে থাকে।

 

ভারুয়াখালীবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন যেন ভবিষ্যতে সব সময় ক্রীড়া প্রিয় যুবসমাজের এবং খেলোয়ারদের পাশে থেকে আজীবন উৎসাহ দিতে পারে এই কামনা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর