বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ঐতিহাসিক সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ
৭ নভেম্বর ১৯৭৫ সাল। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে সংঘটিত হল ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ। প্রচণ্ড গোলাগুলি, চিৎকার আর হট্টগোলের মধ্য দিয়ে উন্মোচিত হল শতাব্দির এক ঐতিহাসিক মুহূত। সিপাহীদের পদভারে প্রকম্পিত হলো ঢাকা ক্যান্টনমেন্ট। জেনারেল জিয়া জিন্দাবাদ। কিছুক্ষণের মধ্যে দেখা যায় একপাল সৈনিক জিয়ার বাসা থেকে জেনারেল জিয়াকে বন্দীশালা থেকে মুক্ত করে একটি জীপে করে উল্লাস ও নৃত্য করতে করতে বেরিয়ে আসছে। রাস্তায় অভূতপূর্ব দৃশ্য। সিপাহীদের অস্ত্রহাতে লাফালাফি আর মুহু মুহু স্লোগান। জিয়াকে মুক্ত করে টু-ফিডে নিয়ে যাওয়া হয়। সেই থেকে বিএনপি এই দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করেন । কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর সার্বিক সহযোগীতায় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহহ্বায়ক আহাম্মদ আলী রানার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিরউদ্দিন আরজু, এ্যাড. ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান হবি, ভারড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাবুল তালুকদার প্রমুখ। এ সময় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল ,শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও জাসাসদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর