মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১নং এস বি কে ইউনিয়নের ভালাইপুর গ্রামের সন্তান ডাঃ তৌহিদ আলম ।তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও মেডিসিন বিভাগের প্রধান ছিলেন।বর্নাঢ্য কর্মময় জীবনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম মেডিসিন বিশেষজ্ঞ হয়েছিলেন।১৯৯৪ সালে mbbs ও ২০০৩ সালে fcps পরবর্তীতে তিনি আমেরিকা থেকে macp ও fccp ডিগ্রি লাভ করেন।শুক্রবার রাতে ফরিদপুর চাকুরিরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
CBALO/আপন ইসলাম