মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
যশোর অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড’র পক্ষ থেকে আজ সন্ধ্যা ৭.০০ টার সময় নওয়াপাড়া স্টেশন সংলগ্ন অভয়নগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলার হল রুমে টিম ম্যানেজমেন্ট এর প্রধান আমানুল ইসলামের হাতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন, সংগঠনটির সভাপতি, আলাউদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি, অহেদুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক, বাবু ফকির, সাংগঠনিক সম্পাদক, রাকিব মোল্লা, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, প্রচার সম্পাদক, সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আঃ হাদি, প্রমুখ সাংগঠনিক সদস্যবৃন্দ। এসময় খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রাব্বির সরদার, রোহান হাসান পিয়াল। পরে সভাপতি আলাউদ্দিন বিশ্বাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।
CBALO/আপন ইসলাম