বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

তারাগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় মক্তবের ইমাম আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ১১:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:রংপুরের তারাগঞ্জ উপজেলায় মক্তবের ইমাম দ্বারা এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের একটি গ্রামে ১০ বছরের মক্তব পড়ুয়া এক শিশু কন্যাকে মক্তব ছুটি হওয়ার পর পার্শ্ববর্তী একটি ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটি বর্তমানে রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার অভিযোগ পেয়ে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ইমামকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।উক্ত ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা হয়েছে। যার নং-২, তারিখ ৪/১১/২০২০।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, মামলার পর আমরা ঘটনার দিন রাতেই ইমামকে আটক করে থানায় নিয়ে আসি এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর