শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ওষুধের দোকানে অভিযান,জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ওষুধের দোকানে লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। ৪ নভেম্বর দুপুরে উপজেলার পৌর এলাকার হাসপাতাল সড়ক ও শিমলাবাজারে এ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ।

জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার হাসপাতাল সড়ক ও শিমলাবাজার এলাকায় ৪ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, দোকানে ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার অপরাধে সাত ওষুধের দোকানদারকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হাসপাতাল সড়কে ইউসুফ মেডিকেল ফার্মেসিকে ২ হাজার, ভাই ভাই ফার্মেসিকে ৩ হাজার, মাহাদী ফার্মেসিকে ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসি ২ হাজার ও মেসার্স মাওয়া ফার্মেসিকে ১ হাজার এবং শিমলাবাজারের অঞ্জুলী ফার্মেসিকে ৩ হাজার ও ভাই ভাই-২ ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

– এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জামালপুর জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌরি আমির বশাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর