ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গত বছরের প্রথম দিকে শুরু হয়েছিলো রাস্তাটির প্রসস্তকরনের কাজ। রাস্তার দুই পাশে মাটি ভরাট করে প্রায় অপেক্ষায় ছিলো কাজ শুরু হওয়ার। ঠিক এই সময়েই অজ্ঞাত কোন কারণে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাটির সংস্কার ও প্রসস্তকরনের কাজ। আজ অবধি রাস্তটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাটি ইতিপূর্বে বেশ কয়েকটি নিউজ হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রাস্তটির যথেষ্ট সরু হওয়ায় দুটি গাড়ি পাশ কেটে যাওয়াটাও খুব বিপদজনক অবস্থার সৃষ্টি হয়। ইতি মধ্যে বেশ কয়েকটি তাজা প্রানের বিয়োগ ঘটেছে রাস্তটির বেহাল দশার কারনে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল টু জাহাঙ্গীরপুরের যাতায়াতের একমাত্র রাস্তাটির আজ এমন বেহাল দশা যা স্বাভাবিক ভাবে চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে। দেখার কেউ যেন নেই। পরিচর্যার অভাবে রাস্তটির পিচঢালা কার্পেট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
কোথাও কোথাও প্রায় অর্ধেক রাস্তার উপর থেকে কার্পেট সরে গিয়ে হাঁটু পর্যন্ত গর্ত হয়ে আছে। যে কোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। অথচ রাস্তটি জাহাঙ্গীরপুর ও নান্দাইল যাতায়াতের একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার জনসাধারণের চলাচল এ রাস্তাটি দিয়ে। সেই সাথে প্রাইভেটকার, মটর বাইক সহ শতশত ব্যাটারী চালিত অটো রিক্সা প্রতিনিয়তই রিক্সনিয়ে চলছে রাস্তাটি দিয়ে। রাস্তাটি গর্ত হয়ে এমন ঢালের সৃষ্টি হয়েছে যেখানে যাত্রীবাহী গাড়ী উল্টে গিয়ে প্রান হানির ঘটনা সৃষ্টি হতে পারে। সকাল থাকে শুরু হয়ে মধ্যে রাত পর্যন্ত জনসাধারনের চলাচল লক্ষ্য করা যায়। নান্দাইল থেকে শুরু করে আচারগাঁও জয়েন মোড়, পুরহরি, গারুয়া, কলেজ গেইট বাজার, খালপাড় নতুন বাজার, সিংদই নন্দিবাড়ির সামনে, আবাল ধনীবাজার, কালির বাজার, বট্টপুর বাজার হয়ে সুরাটি বাজার পর্যন্ত জায়গাগুলোতে রাস্তাটির অবস্থা অস্বাভাবিক নষ্ট হয়ে যাওয়ায় বহুদিন ধরে হাজার হাজার মানুষের জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিংদই নন্দীবাড়ির সামনে রাস্তটি প্রায় হাটু পর্যন্ত গর্ত হওয়ায় দিনের বেলা কোন রকমে গাড়ি বা মানুষ চলাচল করতে পরালেও রাতের বেলায় কোন লাইট না থাকায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার হয়ে যেতে পারে। এ যেন একটা মরণফাঁদে পরিনত হয়েছে।
দীর্ঘদিন যাবত রাস্তটির এ অবস্থায় এলাকাবাসীর প্রানের দাবি হয়ে ওঠেছে রাস্তাটির সংস্কারের। এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি সংস্কার ও প্রসস্তকরনের কাজ শুরু হয়েও কেন বন্ধ হয়ে রইলো? নান্দাইলের মাননীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন এর নিজ বাড়ি যাওয়ার রাস্তটি এতদিন যাবত বেহাল অবস্থা থাকলেও তিনি তার কোন পদক্ষেপ এখনো নেননি কেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবি যথাসম্ভব যতদ্রুত রাস্তটির সংস্কারের কাজ করে এলাকাবাসী ও হাজার হাজার পথচারীদের এ মৃত্যুর ফাঁদ থেকে বাঁচানোর। তারা বিশ্বাস করেন মাননীয় এমপি’র হস্তক্ষেপে খুব দ্রুতই রাস্তটির চেহারা বদলে যাবে।
CBALO/আপন ইসলাম