রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃধবার বিকালে ঝালকাঠির একটি ক্লাবের মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পত্রিকার সম্পাদকের পক্ষ থেকে এ স্মারক দেয়া হয়।করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে ঝালকাঠির ৩টি সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে প্রথম আলো। এর মধ্যে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ খান অশ্রু এ সম্মাননা স্মারক সংগঠনের পক্ষে গ্রহণ করেন ।
উল্লেখ্য সমাজ কল্যাণ সংস্থা ঝালকাঠি শহরের প্রায় মসজিদে হাত ধোয়ার সাবান, গামছা এবং অস্বচ্ছল পরিবারের মধ্যে ৫ টাকার বিনিময়ে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে ব্যাপক সাড়া পড়ে যায় ঝালকাঠি শহরে।
স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক দিবস তালুকদার, জহিরুল ইসলাম জলিল,স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম রিয়াজ খান অশ্রু,ও সাধারণ সম্পাদক সুমন সমাদ্দার, সহ সাধারন সম্পাদক শান্তা ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল মাঝী,প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রহমান,ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বী প্রমুখ।
CBALO/আপন ইসলাম