বাবু,চাটমোহর পাবনা:
মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা পাবনার চাটমোহর উপজেলায় বন্ধ থাকা কর্মহীন অসহায় মোটর পরিবহন , সিএনজি মালিক ও অসহায় কর্মহীন গরীবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর ওয়াছিম উদ্দিন। আজ (২২মে ) শুক্রবার সকাল এগারোটার সময় পৌরসদরের ৭নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাসার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজশ্ব অর্থায়নে অসহায় কর্মহীন ১১০টি পরিবারের মধ্যে ঈদের খাবার উপহার সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।
এসময় খাদ্য সহায়তার উপহার সামগ্রী হিসেবে চাউল ৯ কেজি, আলু ১ কেজি বিতরন করা হয়। খাবার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক স্বতঃকন্ঠ চাটমোহর প্রতিনিধি শেখ সালাউদ্দিন ফিরোজ,দৈনিক তৃতীয় মাত্রার চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, সুজাউদ দোলা, মিজান, হাসিনুর সহ প্রমুখ। কাউন্সিলর ওয়াছিম উদ্দিন বলেন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এজন্য এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে এই সকল মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগ।