বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

ডোমারে সোয়া ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৯:৪৯ পূর্বাহ্ণ

হিমেল চন্দ্র রায়,নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডোমার উপজেলায় ২৬ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ৪টি ব্রীজ ও ১৫টি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের আমবাড়ি হাট এলাকায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সড়ক ও জনপথ বিভাগ। এরপর গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামিনী কান্ত রায়, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারি কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, ওসি মোস্তাফিজার রহমান, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, বামুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রভাষক সাইদুল ইসলাম প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর