বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রামগড় সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ের  সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ণ

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
মাদক পাচার রোধ,উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন,কাঁটা তারের বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে খাগড়াছড়ির রামগড় সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে সীমান্তবর্তী মৈত্রীসেতু ১ নির্মাণ পথে ফেনী নদী পার হয়ে বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির সেক্টর কমান্ডারগণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে স্বাগত জানান।
সীমান্ত সম্মেলনে বিজিবির পক্ষে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচ এম সেলিম হাসান অপরদিকে বিএসএফ এর পক্ষে উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ‘র নেতৃত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের খাগড়াছড়ি ও গুইমারা সেক্টরের ৬ জন ব্যাটালিয়ন কমান্ডার, ৪ জন ষ্টাফ অফিসার ও ৩ জন কোম্পানী কমান্ডার অপরপক্ষে বিএসএফ প্রতিনিধি দলে ৪ জন ব্যাটালিয়ন কমান্ডার, ৩ জন ষ্টাফ অফিসার ও ৪ জন কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।
সম্মেলনে  বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্ধ্যপূর্ণ পরিবেশে সীমান্তে একস্তর বিশিষ্ট কাঁটা তারের বেড়া নির্মাণ, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,দুই দেশের সীমান্তবাহিনীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘক্ষন  আলোচনা করা হয়।
সীমান্ত সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে,রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার জানান, সীমান্ত ব্যবস্থাপনায় আরও পেশাদারিত্ব প্রদর্শণ ও উভয় দেশের সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর