সলঙ্গা প্রতিনিধি :
সম্প্রতি ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বরের তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আছর হাটিকুমরুল রোড এলাকার মুসলিম জনতার আয়োজন এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। বিক্ষোভ মিছিলটি রোড (গোলকপুর) জামে মসজিদ হতে বের হয়ে হাটিকুমরুল রোড গোল চত্বরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ইমান আলী সুপার মার্কেটের সামনে সমবেত হয়। হাটিকুমরুল রোড এলাকার সর্বস্তরের মুসলিম জনতা সহ বিভিন্ন এলাকার ওলামা,মাশায়েখ ও তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।
মাও: রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাও: আব্দুল কুদ্দুস,সাংবাদিক এম,কারিকুল ইসলাম সুমন,ফখরুল ইসলাম ঝন্টু,মাও: নজরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। নতুবা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের ঘোষনায় ফ্রান্সকে বয়কট এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে।
CBALO/আপন ইসলাম