মোঃ নাজমুল হুদা,লামাঃ
সুবিধা-বঞ্চিত শিশুদের দক্ষ ও শিক্ষিত করে মানবসম্পদে পরিণত করতে সরকারের নানামুখী উদ্যোগে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। বান্দরবানের লামায় প্রায় দেড় হাজার শিশুকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজে দক্ষ করে তুলছে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ। এমন উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সমতলের মতো শিক্ষার সুযোগ নেই পাহাড়ের শিশুদের। তাদেরসহ দেশের সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৭০ জন। দরিদ্র শিশুরা পাচ্ছে বিনামূল্যে থাকা-খাওয়া ও লেখাপড়ার সুযোগ।
দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি তাদের জুডো, জিমনেসটিকস, কুচকাওয়াজসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। সুবিধা-বঞ্চিত শিশুদের দক্ষ জনশক্তিতে পরিণত করার এ উদ্যোগে খুশি অভিভাবক ও পাহাড়ের বাসিন্দারা। সম্প্রতি স্কুলটি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। স্কুলের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে শিক্ষার আলো ছড়াতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে শিক্ষাখাতে সরকারের সাধ্যমতো বিনিয়োগ বাড়ানো হচ্ছে বলেও জানান মন্ত্রী।
CBALO/আপন ইসলাম