হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর শহীদ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন। এ সময় সাপাহার উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আকতার সহ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম