মো: মেহেদি হাসান বিশেষ প্রতিনিধি চাটমোহর:
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত বৃ-গুয়াখড়া গ্রামের একটি রাস্তায় স্থানীয় যুবকরা ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে। উক্ত রাস্তাটি গ্রামে প্রবেশের অন্যতম প্রধান রাস্তা হলেও এখন পর্যন্ত কাঁচা -ই আছে যার ফলে বৃষ্টি হলেই দূর ভোগে পড়তে হয় ঐ এলাকার বাসিন্দাদের।
বিশেষ করে যাদের করিমন,ভ্যান,বোরাক ও পোল্ট্রি ফার্ম আছে তাদের যেন বৃষ্টি হলেই আল্লাহ দেওয়া অভিশাপ মনে হয়। কারণ একমাত্র রুজিরোজগার গাড়ি বাড়ী থেকে বের ও করতে পারে না আবার নিয়ে এসে বাড়ীতে নিশ্চিন্তে ঘুমাতেও পারে না আর পোল্ট্রি ফার্ম ওয়ালাদের তো মুরগী বাঁচাতে বাধ্য হয়ে মাথায় বা লোকজন দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে পোল্ট্রি খাদ্য ও ডিম সরবরাহ করতে। তাই রাস্তার দাবীতে প্রতিবাদস্বরূপ এলাকার যুবকেরা ধানের চারা রোপণ করেছে।
এ বিষয়ে দৈনিক পাবনাকে একজন যুবক বলেন, এই করোনা পরিস্থিতি জেনেও আমরা এই উদ্যোগ নিয়েছি কারণ সত্যি আমরা আমাদের একমাত্র রাস্তা পাকা না হওয়ায় প্রতিনিয়ত দূর ভোগে পড়তে হয় তাই বাধ্য হয়ে এ প্রতিবাদ। আর একজন বলেন, আমাদের রাস্তা পাকা করতে হবে না যদি ইট ও পেরে দেয় তাও এই কাঁদা থেকে বাঁচি। উক্ত কাজের সাথে এলাকাবাসী একাগ্রতা ঘোষণা করে তারাও এ রাস্তার সমাধান চান।