মোঃ এনামুল হক বাদশা,সিংড়া নাটোরঃ
নাটোরের সিংড়া পৌর এলাকার ১৫শ শ্রমিক পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ গিফট বিতরন করেছেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় তিনি এসব সামগ্রী বিতরন করছেন বলে জানান। বুধবার তিনি পৌর এলাকার বিভিন্ন মহল্লার শ্রমিকদের ব্যক্তি তহবিল থেকে ঈদের সামগ্রী বিতরন করেন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আমরা ঘরে ঘরে পৌছে দিয়েছি। ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষে আমরা কর্মহীন, অসহায় পরিবারদের মাঝে সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছি। পৌর এলাকার প্রত্যকটি মহল্লায় এ কার্যক্রম চলমান থাকবে।