মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শাখারীপাড়ায় বিষধর সাপের কামড়ে সিহাব উদ্দিন (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২ ঘটিকার সময় এঘটনা ঘটে।সিহাব উদ্দিন উপজেলার শাখারীপাড়ার মোঃ আলেপ আলীর ছেলে।
ব্রহ্মপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহিল কাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাখারীপাড়া গ্রামের মোঃ আলেপ আলীর ছেলে সিহাব উদ্দিন কে গতরাত সাড়ে বারোটার দিকে সাপে কামড়ালে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত সিহাব উদ্দিন শাখারীপাড়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।
CBALO/আপন ইসলাম