নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায়, অপরিকল্পিত সিদ্ধান্ত, তথাকথিত লকডাউন আার খামখেয়ালিপনার কারনে এবার ঈদে খিদে আর হতাশায় কোটি কোটি মানুষ নিজেদের সময় পার করবে। কেনণা, কর্মহীন মানুষ, হাতে টাকা নেই, নেই ঘরে খাবার; এমন নিন্মবিত্ত ও মধ্যবিত্তের সংখ্যা সারাদেশে সবচেয়ে বেশি।
তাদের অধিকাংশই খুশি তো দূরের কথা, কান্নাও ঠিক মত করতে পারবে না, পাছে আবার করোনা আক্রান্ত ভেবে বাড়ি থেকে বের করে দেয়। এমন পরিস্থিতিতে বাড়ি ভাড়া সমস্যার সমাধান, লকডাউন-এ আটকে পড়া কোটি অভূক্ত মানুষের খাবারের ব্যবস্থা করা হবে বাংলাদেশ সরকার- সেনা বাহিনী সহ সংশ্লিষ্টদের অন্যতম প্রধান কাজ। যা করা তো দূরের এ কথা, তারা লুটপাটে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন।
২০ মে বিকেল ৫ টায় ‘করোনা ও আম্ফান পরিস্থিতি করণীয়’ শীর্ষক অনলাইন সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় অনলাইনে নিউইয়র্ক থেকে যুক্ত হন প্রেসিডিয়াম মেম্বার ডা. রবীন্দ্র বড়–য়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান নিলীমা চৌধুরী, চিত্রনায়ক শাকিল চৌধুরী প্রমুখ।