পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষায় অনন্য শাখা অফিসের উদ্যোগে গত সোমবার(১৮মে) সকালে গরীব দুঃস্থদের মাঝে ২০০ পিচ মাস্ক ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,অষ্টমনিষা অনন্য শাখা অফিসের ম্যানেজার হাসান শহিদ সরওয়াদী, দৈনিক পাবনার আলোর প্রতিনিধি বিকাশ চন্দ্র গোস্বামী,অনন্য শাখা অফিসের সহকারী ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ অফিসের সকল স্টাফ ও আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।সেই সাথে করনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।