নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে মক্তব মাদ্রাসা থেকে বাড়ি ফেরার দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় ফারজানা আক্তার (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে।
(২৫)অক্টোবর সকাল দশটার দিকে উপজেলার দরিল্লা নামক স্থানে এই ঘটনা ঘটে।ফারজানা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের উজ্জ্বল ইসলামের কন্যা।
জামাল নামে স্থানীয় এক ব্যাক্তি জানান। ফারজানা তার মামার বাড়িতেই থাকতো, সে স্থানীয় একটি মক্তব মাদ্রাসায় পড়াশোনা করে রাস্তা পার হয়ে তার মামার দোকানে যাওয়ার সময় তাড়াইল দিক থেকে আসা একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নান্দাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করে।
নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
CBALO/আপন ইসলাম