দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খামারে কলার সাথে ইঁদুর মারা বিষ দিয়ে বিদেশি জার্সি গরুর মৃত্যু। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রুহিয়া থানার ঘনিমহেশপুর (অলিম পাড়া) গ্রামে ঘটনাটি ঘটে।গরুর মালিক আব্দুর রহমান জানান, কে বা কাহারা খামারে কলার সাথে ইঁদুর মারা বিষ মিশিয়ে আমার বিদেশি জার্সি গরুটিকে খেতে দেয়।
আমি গরুটির অবস্থা বেগতিক দেখে সদর উপজেলা পশু ডাক্তারের শরনাপন্ন হই। কিন্তু ওষুধে কোন কাজ না করায় আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে গরুটি মারা যায়। গরুটির মুল্য ১লক্ষ ১০ হাজার টাকা বলে জানান মালিক আব্দুর রহমান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু।
CBALO/আপন ইসলাম