মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
বুধবার সকাল ৯টায় নাটোরের গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জমি বিক্রির আড়াইলক্ষ টাকা দিয়ে এলাকার এক হাজার দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব।
পৌরসভার হতদরিদ্রদের এ সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
হতদরিদ্রদের মাথাপিছু আধাকেজি গুড়োদুধ, দুই কেজি আটা, এক কেজি চিনি ও এক কেজি করে লাচ্ছা বিতরণ করা হয়। উল্লেখ্য, আরিফুল ইসলাম বিপ্লব সাবেক গুরুদাসপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত আওয়ামীলীগ নেতা জবতুল্লাহ মিয়া বাটুলের পুত্র।