বাবু,চাটমোহর পাবনা:
মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা পাবনার চাটমোহর উপজেলায় বন্ধ থাকা কর্মহীন অসহায় স্বর্ণকার কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম। আজ (২০মে ) বুধবার সকাল এগারোটার সময় পৌরসদরের দোলবেদীতলায় সামাজিক দূরত্ব বজায় রেখে নিজশ্ব অর্থায়নে অসহায় কর্মহীন ৭০ জন স্বর্ণকার কর্মীদের মধ্যে ঈদের খাবার উপহার সামগ্রী প্যাকেট বিতরণ করেন সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম।
এসময় খাদ্য সহায়তার উপহার সামগ্রী হিসেবে পোলাওর চাল,সেমাই, চিনি, আটা বিতরন করা হয়। খাবার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা জুয়েলারী মালিক সমিতি’র সভাপতি তাপস কুমার কর্মকার, সাধারন সম্পাদক উত্তম কুমার পলান, যুগ্ন সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রান্টু, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সহ সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, সাধারন সম্পাদক আব্দুল মোতালিব, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক মানবজীবন চাটমোহর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক,
দৈনিক তৃতীয় মাত্রার চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, অনলাইন নিউজ পোর্টাল খোজখবর ডট’নেটের নির্বাহী সম্পাদক রনি রায়, স্বর্নকার ব্যবসায়ী মোহাম্মদ আলী,আনিছুর রহমান, সাংবাদিক জনপ্রতিনিধি, স্বর্নকার কর্মীরাসহ প্রমুখ। সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এজন্য এই দুর্যোগে যাদের আয় রোজগার বন্ধ রয়েছে এই সকল মানুষের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগ।