খন্দকার মোহাম্মাদ আলী,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামে শনিবার (১৭ অক্টোবর) রাত দশটার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, প্রথমে আজিজুল হকের ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পরলে সাথে সাথে পুরো এলাকায় আতংক সৃষ্টি হয় । ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আসার আগেই গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। আজিজুল হকের ছেলে আমিনুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় মো. আজিজুল হক, জিল্লুর রহমান, আব্দুল মজিদ তালুকদার ও আঃ আলীমের ১টি করে মোট ৪টি ঘর পুরে যাওয়া সহ ৪টি গরু মারা যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির কথা পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ।
কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী অফিসার আফাজ উদ্দিন জানান, অগ্নিকান্ডে ঘটনার সংবাদ পেয়ে তাৎ¶নিক আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্টিক থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ।
CBALO/আপন ইসলাম