মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও নাটোরের গুরুদাসপুর উপজেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৭০ জন সদস্যের মাঝে ৩ লাখ ৮০ হাজার টাকা ঈদ বোনাস দেওয়া হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ঈদ বোনাস প্রদান করা হয়।
ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস শ্রমিক ইউনিয়নের ১৭০জন সদস্যের হাতে এই ঈদ বোনাস তুলে দেন।
এসময় এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ অনেকে নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার।