খন্দকার মোহাম্মাদ আলী:
সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারি চালিত অটো ভ্যানের নিচে চাপা পড়ে মাহিম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাহিম উপজেলার কর্ণস‚তি বালুরচর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। রবিবার সকালে কামারখন্দ-উলাপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে ব্যাটারি চালিত একটি অটো ভ্যান শাহবাজপুর থেকে জামতৈলের দিকে যাচ্ছিল। এসময় মাহিম দাদার দোকান থেকে দৌঁড়ে রাস্তা পার হতে গেলে ভ্যানের নিচে চাপা পড়ে । দ্রুত শিশুটিকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।
CBALO/আপন ইসলাম