জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে মাহিন্দ্রা গাড়ি চাপায় বৃদ্ধ তোফাজ্জল হোসেন (৭৫) মারা গেছেন। শনিবার ১৭- অক্টোবর সকাল ১০টার দিকে পূর্ব শ্যামপুর চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটে।
জানা গেছে, একই গ্রামের মাহিন্দ্রা ড্রাইভার আসাদুল্লাহ (৪০) ব্রহ্মপুত্র নদী থেকে অ-বৈধভাবে বালি উত্তোলন পূর্বক ফেরার পথে চৌরাস্তা মোড়ে বাড়ির আঙ্গিনার সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা তোফাজ্জল হোসেনকে (৭৫) কে গাড়ী চাপা দিলে ঘটনা স্থলেই মারা যায়। এই ঘটনার পরপরই ড্রাইভার মাহিন্দ্রা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান বলেন, শুনেছি একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
CBALO/আপন ইসলাম