নিজস্ব প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শারমিন আক্তার নামে ২বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শারমিন আক্তার উপজেলার চড়ভাঙ্গুড়া পুরানপাড়া মোঃ শাহিন আহম্মেদের মেয়ে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শিশুর বাবা বিকেলে বাজার থেকে মাছ নিয়ে আসে। তখন বাড়ির উঠানে খেলা করছিল শারমিন আক্তার । মাছ কাটায় ব্যাস্ত হয়ে পরে শিশুর মা।
মাছ কাটা শেষে শারমিনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোজা খুজি করার পর বাড়ির পাশের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে তার মা। এ সময় তার মা ও আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে। পল্লীচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
CBALO/আপন ইসলাম