স্টাফ রিপোর্টারঃ
দেশের সংকটময় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে থাকা কবলিত কর্মহীন গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ালেন চাটমোহর উপজেলার নিমাইচড়া আ’লীগের সিনিয়র সহ- সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মকবুল হোসেন। তিনি ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজে গিয়ে বাড়ি বাড়ি ঈদ সামগ্রী ও যাকাত প্রদান করছেন।
তিন দফায় এই সহযোগিতার আজ দ্বিতীয় দিন মঙ্গলবার (১৯ মে) সকালে অসহায় মানুষের মধ্যে সুষম বণ্ঠনের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, চিনি ও লাচ্চা সেমাই। ইউনিয়নের ছয় শত জনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি যাকাত হিসেবে শাড়ী ৫শত পিচ ও ১শত পিচ লুঙ্গী প্রদান করেন।
জনাব মকবুল হোসেন বিগত সাত বছর হচ্ছে এলাকার মানুষদের সেবা করে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসায় ও এতিম ও অসহায়দের দান করে আসছেন।