মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্য্যালয় হতে বাস্তাবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম ব্যতীত শীর্ষক কর্মসূচীর আওতায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষা উপকরণ,স্বাস্থ্য সমগ্রী ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলার খানমরিচ এলাকার আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ। ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপত্বিতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকতা উপকারভোগী আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।
জানা গেছে , বৃত্তি , শিক্ষা উপকরণ,স্বাস্থ্য সামগ্রী ও বাইসাইকেল এই চারটি ক্যাটাগরিতে আদিবাসী ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে উপকরণ গুলি বিতরণ করা হয়।