আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
যশোরের অভয়নগর ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই, ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের(৪) যাত্রী নিহত হয়েছে। ১৬ ই অক্টোবর শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি কন্যাশিশু রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি শুক্রবার বিকেলে উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় ভৈরব সেতু পার হয়ে প্রাইভেট কার-টি ভাঙ্গাগেট রেলক্রসিং দিয়ে যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য রেললাইন পার হচ্ছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই।
বিকেল পৌনে পাঁচটার দিকে প্রাইভেট কার-টি রেললাইনের উঠার মুহূর্তেই ট্রেন গাড়িটিকে প্রায় ২০০ মিটার দূরে সরকার ওয়েব্রিজের সামনে নিয়ে ফেলে। ফলে প্রাইভেট কার-টি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন সহ চারজন নিহত হয়।
নিহতরা হলেন নড়াইল জেলার ভুয়াখালী গ্রামের ইঞ্জিনিয়ার হীরোক (৪৫)তার বোন শিল্পি বেগম (৪০) ও ভাতিজি রাইসা (৭) এবং বন্ধু আশরাফুল আলম (৪৫)।
ট্রেন দুর্ঘটনায় নিহত ইঞ্জিনিয়ার হীরকের স্ত্রী শাওন (৩৫)খুলনা মেডিকেলে (আই সি ইউ তে) চিকিৎসায় আছে। নিহত হীরকের (২)বছরের শিশু সন্তান একমাত্র মেয়ে হুমায়রা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।
ইঞ্জিনিয়ার হীরোক পরিবারসহ উপজেলার নওয়াপাড়া বাজার এলবি হাসপাতালে ডাক্তার দেখিয়ে (ঢাকা মেট্রো গ-৪৩-০৩২৪) নিজ প্রাইভেটকার এ, নড়াইলের উদ্দেশ্যে রওনা করে।
অভয়নগর ব্লাড ডোনার ক্লাব ( Abhaynagar Blood Doner Club) অধিকাংশ স্বেচ্ছাসেবক ও দিগন্ত সামাজিক এর স্বেচ্ছাসেবকরা রুগীদের সার্বিক সহযোগিতা করছেন। সাথে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা, উপস্থিত হয়ে রুগীদের ব্লাড দেওয়া ও সার্বিক সহযোগিতা করেন। এবং শিশু বাচ্চা হুমায়রার সকল ধরনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে খুলনা ব্লাড ব্যাংক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকার কারণে, প্রায় সময় দুর্ঘটনা ঘটার উপক্রম হয়।
CBALO/আপন ইসলাম