শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

ই-পেপার

জামালপুরের মেলান্দহ খাদ্য গুদাম অভন্তরীন বোরো ধান, চাউল, গম সংগ্রহ এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৭:২৭ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু  জামালপুর:

গত ১৯ মে মঙ্গল বার দুপুর ১২ টায় জেলার মেলান্দহ খাদ্য গুদামে অভ্যন্তরীন বোরো সংগ্রহ ২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে জামালপুর – ৩ আসনের সাংসাদ বাংলাাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কার্য্যকরী নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম। এ সময় জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী ও মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইংজিনিয়ার কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরও উপস্হিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো:জিন্নাহ,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা খাদ্য নিয়ন্তরক কর্মকর্তা শহিদুল্লাহ, খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক সাইফুল ইসলাম। চলতি বোরো মৌসুমে চাল প্রতি কেজী ৩৬/- টাকা দরে কিনবেন, বোরো আতব চাউল প্রতি কেজী ৩৫/-টাকা দর গম প্রতি কেজী ২৮/- টাকা, ধান প্রতি কেজী ২৬/- টাকা দরে ক্রয় করবেন বলে জানাযায়।

চাউল ক্রয়ের লক্ষ মাত্রা চলিত মৌসূমে ৪.৪৫৫.৯৯০মে:টণ। আতব চাউল ক্রয় লক্ষ মাত্রা সাড়ে ২৭৮ মে:টন, গম ৫১ মে:টন,ধান ৩.৬৫১ মে:টন। এবার ধানের ক্রয়ের লক্ষ মাত্রাবেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর