বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিনাত রেহানা জানান, করোনা আক্রান্ত ব্যক্তির নাম কংকন দেওয়ান এবং তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান,আক্রান্ত ব্যাক্তি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা সংগ্রহ করার কাজ করতেন।আক্রান্ত ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় গত ১৪ মে তিনি তার নিজের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠান। সোমবার রাতে তার রিপোর্ট করোনা “পজিটিভ “আসে।
সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যকর্মী আক্রান্তের ঘটনায় রামগড়ে আরও করোনা রোগী থাকার আশঙ্কা দেখা দিয়েছে। তার সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা পরীক্ষা করা হবে।
রামগড় উপজেলার নির্বাহি কর্মকর্তা আনম বদরুদ্দোজা জানান,আক্রান্ত ব্যক্তির সরকারি বাসভবন টি লকডাউন করা হয়েছে এবং হাসপাতালের আশেপাশে ফার্মেসী ব্যতিত সমস্ত দোকান-পাট ১৪দিনের জন্য লকডাউন করা হয়েছে।