মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৭:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

ধনু (23 Nov – 21 Dec)
সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। কাজকর্মে প্রসার লাভ হবে। বাড়তি আয়ের সম্ভাবনা। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

মকর (22 Dec – 20 Jan)
সামাজিক কাজে সুনাম বাড়বে। বৈদেশিক যোগাযোগে লাভবান হবেন। ব্যবসায়ীরা নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। কারো উপদেশ কাজে লাগতে পারে। অসুস্থদের সতর্ক থাকতে হবে।

কুম্ভ (22 Jan – 18 Feb)
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। কাজ মাঝপথে আটকে যেতে পারে। আবেগপ্রবণ না হয়ে সাহসী সিদ্ধান্ত নিন।

মীন (19 Feb – 20 Mar)
যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি। সামাজিকতায় অর্থ ব্যয়। কোনো পরিকল্পনার অগ্রগতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কাজের ফলাফলকে নির্দ্বিধায় গ্রহণ করুন।

মেষ (21Mar – 20 Apr)
বেকারদের কাজের সুযোগ আসতে পারে। প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হবে। দূর থেকে বিভ্রান্তির তথ্য পেতে পারেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। শরীরের যত্ন নেবেন।

বৃষ (21 Apr – 20 May)
অপ্রত্যাশিত কোনো যোগাযোগ আনন্দ দেবে। অর্থাগমের নতুন সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

মিথুন (22 May – 21 Jun)
গৃহস্থালি পরিচালনায় দক্ষতা দেখাতে পারবেন। অল্প কিছুর মধ্যেই বহু কিছু করতে পারবেন। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয়। সঠিক প্রচেষ্টায় কাজের উন্নতি। হাস্যোজ্জ্বল মানুষের মধ্যে থাকুন।

কর্কট (22 Jun – 22 Jul)
কোনো যোগাযোগে আর্থিক সুবিধা পাবেন। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ থাকবে। তবে আপনি ভালোভাবেই তা সামাল দিতে পারবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে।

সিংহ (23 Jul – 23 Aug)
অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ভালো কোনো পরিবর্তন আসতে পারে। বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। আবেগপ্রবণ সিদ্ধান্ত পরিহার করলে সাফল্য পাবেন। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আশাবাদী থাকতে হবে।

কন্যা (24 Aug – 23 Sep)
আপনার দৃঢ়তা ও বিশ্বস্ততা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। ভাগ্যোন্নয়নের সুযোগ পাবেন। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন।

তুলা (24 Sep – 23 Oct)
কাজের চাপ থাকবে। মানসিক অস্থিরতা জাগবে। সব কিছু মনমতো নাও হতে পারে। পারিপার্শ্বিক ঘটনা সাফল্যকে বিলম্বিত করবে। শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় উদ্যমী হয়ে উঠবেন।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। আয়ের নতুন উত্স পাবেন। পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে। বন্ধুস্থানীয় ব্যক্তির যোগাযোগে আনন্দ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর