শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

ই-পেপার

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে বর্ধিত কোটায় বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলার বাগমারা উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতায় বর্ধিত কোটায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার অর্থ প্রদান করা হয়। করোনা প্রাদুর্ভাবের এমন চরম সংকটাপন্ন অবস্থায় বর্ধিত কোটার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের নাজেহাল অবস্থা বিবেচনা করে এবং সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা যেন ভালো করে ঈদ উদযাপন করতে পারে এজন্য উপজেলা সমাজসেবা কার্যালয় দ্রুত এ ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।

আজ মঙ্গলবার উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন গোবিন্দপাড়া ইউনিয়নে গিয়ে বর্ধিত কোটায় ৬৩ জনকে বয়স্ক ভাতা,৬৫ জনকে বিধবা ও ১১০ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করেন।আজ প্রতিজন বয়স্ক ও বিধবা ৬০০০ টাকা করে ও প্রতিজন প্রতিবন্ধী ৯০০০ টাকা করে ভাতা পান। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায় এর আগে এই মাসের দুই তারিখে গোবিন্দপাড়া ইউনিয়নে ৭০৭ জনকে বয়স্ক,৩৪১ জনকে বিধবা ও ১৮১ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এবং এই মাসের ১৩ তারিখে অবশিষ্ট বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়েছে। আর আজ বুধবার পেলো বর্ধিত বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীরা।

আজকের বর্ধিত কোটায় উপকার ভোগীদের মাঝে ভাতা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বিজন সরকার, উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর