রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা মোকাবেলায় আগৈলঝাড়ায় সংবাদ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা পোষাক ও উপকরণ সহায়তা প্রদান করে তাদের পাশে দাড়ালেন জেলা আওয়ামী লীগ নেতা, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত তাঁর কার্যালয়ে সংবাদ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার পোষাক, হ্যান্ড গোলভ্স, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যানকে সংবাদ কর্মীরা তাদের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে বেসকারী স্যাটেলাইট বাংলা টিভির ৪র্থ বর্ষে পদার্পণ উপলে মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলা টিভি’র আগৈলঝাড়া প্রতিনিধি এফএম নাজমুল রিপন এর উদ্যোগে কর্মহীন হয়ে পরা বেদে সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা চাল, ডাল, আলু, চিনি, সেমাই, দুধসহ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা।