শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

ই-পেপার

লামায় শপিংমল তালাবদ্ধ রাখতে তৎপর মনিটরিং কমিটি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ৪:৫৮ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় শপিংমল তালাবদ্ধ (লকডাউন) রাখতে তৎপর মনিটরিং কমিটি কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে শপিংমল লকডাউনের আওতায় রাখতে পুরোপুরি কাজ করছে দোকান মালিক সমিতি মনিটরিং কমিটি। মঙ্গলবার (১৯ মমে২০২০ ইং,)১১টার দিকে লামা বাজার লকডাউন মনিটরিং কমিটির আহবায়ক ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়ার সার্বিক তত্বাবধানে লামা বাজারে মহড়া দেওয়া হয়। মহড়ায় অংশ গ্রহন করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমান উল্লাহ,সুরুত আলম,লোকমান সওদাগর,শাহিন,সৌরভ,সিরাজ,জিকু নাথ,বাচ্চু দাশ,মো.সেলিম ও উখ্যা মার্মা প্রমুখ।

এক্ষেত্রে শপিংমল কেনা (কেনাকাটার দোকান) বন্ধ রাখার জন্য তাদের এ মহড়া। আসন্ন ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি,ঈদ মৌসুমে মানুষের প্রচন্ড ভিড়ে স্বাস্থ্যবিধি মানাটা দোকানদারদের পক্ষে দুরুহ হয়ে দাঁড়াবে। তাই গত ৯ মে,২০ ইং- লামা উপজেলা পরিষদ সভাকক্ষে শপিংমল ও এর আওতায় সকল দোকান বন্ধ রাখার ঘোষণা দেন দোকান মালিকগণ। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল ও নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমির উপস্থিতিতে সংক্ষিত আলোচনায় তা কার্যকর হয়।দোকান মালিকদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানায় লামার সর্বস্তরের মানুষ। কিন্তু করোনা প্রাদূর্ভাবের উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে ছুটে আসেন মানুষ।কারো অনুরোধে অগোচরে দু’একজন ব্যবসায়ী বেচাকেনা করলে ফের আলোচনা উঠে সর্বমহলে।

পরিস্থিতি বিবেচনায় করোনার সংক্রমণ ঠেকাতে দোকান মালিকগণ নিজেরা কঠোর অবস্থান নিয়েছেন। আজ মঙ্গলবার বাজার মহড়াশেষে নিজে বিক্রি করবে না এবং কাউকে বিক্রি করতে দেয়া হবে না বলে কঠোর নিদের্শনা দেন। পাশাপাশি লকডাউন,সামাজিক দূরত্ব,স্বাস্থ্যবিধি বজায় রাখতে লামা উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট পরিচালনা, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর