সাদ্দাম হোসেন সাভার:
সাভারের আশুলিয়ায় নিখোঁজের দুই দিন পর আসিফ খাঁ নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শিমুলিয়া ইউনিয়নের পূর্বকলতা সূতি এলাকায় শিশুটির নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসিফ খাঁয়ের বাবার নাম জুয়েল খাঁ’। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। পুলিশ সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে শিমুলিয়া ইউনিয়নের পূর্বকলতা সূতি এলাকায় স্থানীয় চেয়ারম্যানের বাড়ি থেকে একটু দুরে এক শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গত দুই দিন আগে শিশু আসিফ নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে৷ ধারণা করা হচ্ছে, হত্যাটি পরিকল্পিত ভাবে করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
CBALO/আপন ইসলাম